মোঃ জাহাঙ্গীর আলম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের সাথে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবারে এ সভা অনুষ্ঠিত হয়। ১৬ই ডিসেম্বরে শহীদ মিনারে বিশৃঙ্খলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনার উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামী ও বিএনপির নেতৃবৃন্দ। এবং এ অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জ্ঞাপন করেন তারা। পুনরায় যেন এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে দুই দলের নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন।
কোটচাঁদপুরের উন্নয়নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসন একসাথে হয়ে কাজ করার অভিমত ব্যক্ত করেন এ সভায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর-মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান, থানা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, বিএনপির উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, অফিস সম্পাদক শহিদুল ইসলাম, পৌর সাংগঠনিক সম্পাদক মীর্জা টিপু। উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শায়লা শারমিন সহ আরও অনেকে।