আবদুর রহিম- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী বাজারে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আধুনিক ডেন্টাল কেয়ার। আগামী ১৭ নভেম্বর ২০২৫ তারিখে সম্ভাব্যভাবে এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।
এই ডেন্টাল কেয়ারটি পরিচালনা করবেন ডেন্টিস্ট সাইদুর রহমান (রনি), যিনি ডি.এম.টি (ডেন্টাল) ডিগ্রিধারী, চট্টগ্রাম সরকারি আই.এইচ.টি ও স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব বাংলাদেশের স্নাতক। বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এফ.টি হিসেবে কর্মরত।
আধুনিক ডেন্টাল কেয়ার- এ থাকবে এক্স-রে সুবিধাসহ দাঁতের সকল চিকিৎসা সেবা। রোগীরা নিয়মিত দাঁতের বিভিন্ন সমস্যা যেমন স্কেলিং, ফিলিং, রুট ক্যানেল, এক্সট্রাকশনসহ সকল প্রকার আধুনিক চিকিৎসা সেবা নিতে পারবেন।
ডেন্টিস্ট রনি জানিয়েছেন, চর এলাহী এলাকায় আগে কোনো পূর্ণাঙ্গ ডেন্টাল কেয়ার সেন্টার না থাকায় স্থানীয়দের ভোগান্তি ছিল। এখন তারা নিজ এলাকায়ই উন্নত দন্ত চিকিৎসা পাবেন।
বি.দ্র.: প্রতি মঙ্গলবার সারাদিন রোগী দেখা হবে।
যোগাযোগ: ০১৮৭১৭১১৬১৪

