আবদুর রহিম: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে দৈনিক মানব জমিনে প্রকাশিত নিউজ- ১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদের এর সাম্রাজ্য শিরোনামের প্রতিবাদে নোয়াখালী ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম বলেন, মানব জমিনে প্রকাশিত সংবাদের সাথে আমার নূন্যতম যোগসূত্র কিংবা দায় উল্লেখ করা হয় নি।
মির্জা কাদেরের কোন কোন সন্ত্রাসী কার্যক্রমের ধারাবাহিকতায় ফখরুল ইসলাম নিয়ন্ত্রণ করছেন তা প্রকাশিত সংবাদের কোথাও প্রতিফলিত না হওয়ায় সংবাদটির রিপোর্টার শামীমুল হক ইনভেস্টিগেটিভ জার্নালিজমের নামে আদতে হলুদ সাংবাদিকতা করেছেন বলে স্পষ্টভাবে বলা যায়।
এই সময় তিনি আরও বলেন- এটি মিথ্যা ও মনগড়া সংবাদ। পরিবেশনকারী পত্রিকাটির সম্পাদককে মো: ফখরুল ইসলামের পক্ষ থেকে প্রকাশিত সংবাদটির অভিযোগের সাথে মো. ফখরুল ইসলামের সংশ্লিষ্টতা প্রমাণের সরাসরি চ্যালেঞ্জ জানান।
প্রমাণে ব্যর্থ হলে মিথ্যা ও উদ্দেশ্য-প্রণোদিত সংবাদ পরিবেশনে দায় স্বীকার করে উক্ত পত্রিকার সম্পাদককে গণম্যাধমে ক্ষমা চাওয়া অনুরোধ করেন।
উল্লিখিত শিরোনামে সংবাদের অন্য অংশের ব্যাপারে আমার কোন মাতমত নেই। আমি আশা করবো সংবাদটি যে গুরুত্ব-সহকারে ছা হয়েছে সেইরকম গুরুত্ব সহকারে প্রতিবাদলিপিটিও ছাপা হবে।
তাছাড়াও দ্রুত ক্ষমা চেয়ে এই মিথ্যা উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদের মাধ্য আমার সুদীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অবস্থানের ক্ষতি-সাধন করা হয়েছে তার প্রতিকার না হলে আমি হলুদ সাংবাদিক মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশনের অপরাধে অভিযুক্ত পত্রিকাটির সম্পাদক-সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব গ্রহণ করতে বাধ্য হবো।
এইছাড়াও তিনি বলেন- মানব জমিন পত্রিকার প্রথম পাতায় ১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব শিরোনামের খবরে মেট্রো গ্রুপের কজাদার ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং লি. এর চেয়ারম্যান মো. ফখরুল ইসলামকে জড়িয়ে এস আলমের অর্থপাচারে সংশ্লিষ্টতা-সহ যে সকল মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ উত্থাপন করা হয়েছে আমরা উক্ত সংবাদের শেষ-প্যারার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সংবাদটি প্রকাশে সাংবাদিকতার নূন্যতম মানদণ্ড অনুসরণ করা হয় নাই বলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়।
প্রথমত, শিরোনামে বর্ণিত সংবাদে এস আলমের অর্থ পাচারের সাথে সংশ্লিষ্টতার কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয় নাই। এছাড়া কোন তথ্যসূত্রের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে তাও কোথাও উল্লেখ করা হয় নি। শুধু তাই নয়, সংবাদটি প্রকাশ ও প্রচারের পূর্বে সংবাদে যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে তার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নি। ফলে উক্ত সংবাদ প্রকাশ-প্রচারে সাংবাদিকতার নুন্যতম এথিক্সও অনুসরণ করা হয় নি।
২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট হাসপাতাল গেইট তার নিজ বাস ভবনে উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সামনে সংবাদ সম্মেলন এই সব কথা বলেন তিনি।