আবদুর রহিম– বাংলাদেশ সরকারের গৃহীত বনায়ন কর্মসূচির পাশাপাশি নিজেদের উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
১৬ আগস্ট শনিবার সকাল ১০ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মুছাপুর শান্তি নগর নিমতলী রোডে বিভিন্ন জাতের প্রায় ৩০০টি গাছ লাগানো হয়।
এতে অর্থায়ন করেন ক্লাবের অন্যতম দাতা নয়ন আলম (USAপ্রবাসী)।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আমান উল্যাহ তানভীরের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন – সমাজসেবক লাবলু খান, শিবলু সাদিক প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সম্পাদক আলো, সাবেক সম্পাদক আলী জাবেদ, সাবেক সম্পাদক পর্তুগাল প্রবাসী আফসার রিয়াদ, সাবেক খেলোয়াড় মন্জু খান, সাবেক সিনিয়র সদস্য শাহজালাল ইমন, সাবেক সিনিয়র সদস্য আব্দুল খালেক ভুট্টু ও সাবেক সদস্য শিপন ইউসুফ রাসেল ফরহাদ মঞ্জু সাবের চৌধুরী,তারেক ওমর, কাওসার শামীম এই ছাড়াও ক্লাবের বর্তমান সভাপতি তানভীর আমান ও সাধারণ সম্পাদক সুজন খান ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন নিশাদ ছাড়াও কার্যকরী কমিটির সকল সদস্য ও খেলোয়াড় বৃন্দ এই কর্মসূচীতে সরব অংশগ্রহণ করেন।