আবদুর রহিম কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের আঁধারে এক যুবদল নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মক্কা নগর এলাকার যুবদল নেতা ফখরুল ইসলাম ছোটনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।ফখরুল ইসলাম ছোটন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।
এ ঘটনায় ভুক্তভোগী যুবদল নেতা ফখরুল ইসলাম ছোটন কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।
ভুক্তভোগী ছোটন ও এলাকাবাসী জানান, রোববার গভীর রাতে পাকা ভবনের দরজার তালা ভেঙ্গে ৭-৮ জনের মুখোশ পরা ডাকাত দল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৩৬ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমাদের পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।