মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে জুলাই পূর্ণজাগরণের সমাজ গঠনে লাখো কন্ঠে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
২৬ জুলাই শনিবার সকাল ৯টায় জেলা শহরের পৌর টাউন হলের সম্মেলন কক্ষে এ ব্যতিক্রমী অনুষ্ঠানে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং দুর্নীতি, বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ নির্মাণে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে শপথ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি একই সাথে শপথ পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
এ সময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, মহিলা বিষয়ক উপ-পরিচালক সুষ্মিতা খীসা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ‘জুলাই গণঅভ্যুত্থনে’ আহত ছাত্র ও নারী প্রতিনিধিরাও, যা অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। এই ঐতিহাসিক দিনটির স্মরণে তাদের উপস্থিতি নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগায়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, এই কর্মসূচি শুধু একটি শপথ নয়, বরং এটি একটি মানবিক, দায়িত্ববান ও সচেতন সমাজ গঠনের আন্দোলন। শপথ ও আলোচনার পর পরিবেশিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে সমাজ সচেতনতামূলক পরিবেশনা উপস্থাপন করেন।