মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমাবেশ মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে জেলা আমীর অধ্যাপক আব্দুল মোমেন”র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। সমাবেশটি পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মো: ইউসুফ।
সমাবেশে খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান ও সদর উপজেলা আমির মো: ইলিয়াস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ আব্দুল মান্নান, ছাত্র শিবির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুস সাত্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, তার দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করার জোর দাবি জানান তারা। ফ্যাসিস্ট সরকারের জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলেও জানান তারা।
বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে অজ্ঞ। আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব। বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।