ঢাকাTuesday , 9 September 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে মোবাইল টাওয়ার থেকে চুরি ঘটনায় গ্রেপ্তার ৩, মালামাল উদ্ধার।

দেশ চ্যানেল
September 9, 2025 1:35 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সদরস্থ ৩নং গোলাবাড়ী ইউনিয়নের জেলা পরিষদ পার্ক সংলগ্ন চেঙ্গী এপার্টম্যান্ট এর ভিতর থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মোবাইল নেটওয়ার্কের টাওয়ার থেকে চুরি যাওয়া ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ তাদের কাছ থেকে পাওয়ার সিস্টেম কেবল তার, টাওয়ারের কাজে ব্যবহার করা মূল্যবান তামার তার উদ্ধার করে। এ ঘটনায় টেলিটক বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তা মোঃ ইউনুছ সদর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের উত্তরগঞ্জপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ রানা (২০), সোনা মিয়ার ছেলে মোঃ রমজান আলী প্রকাশ রমজু (২০), সুরুজ আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (২২)।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, মোবাইল ফোন টাওয়ার থেকে চুরির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে ও এফআইআর নং-০৩, জি আর নং-৮১, পেনাল কোড-৩৮০/৩৪ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST