ঢাকাTuesday , 6 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ

খাগড়াছড়িতে হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ মে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, চেঙ্গী, খাগড়াছড়িতে “হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিন উদ্দিন, বিভিএমএস, পরিচালক, জামতলী, দীঘিনালা, আনসার ব্যাটলিয়ন (১৭ বিএন)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আমমার হোসেন, বিভিএম, পরিচালক, কুমিল্লাটিলা আনসার ব্যাটলিয়ন (৫বিএন), সদর, খাগড়াছড়ি।

হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্স গত ০৯/০৪/২০২৫ খ্রি: হতে ০৬/০৫/২০২৫ খ্রি: পর্যন্ত ২৮ দিন ব্যাপী জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, চেঙ্গী, খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার ০৯ টি উপজেলা হতে ৬০ (ষাট) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন  উপজেলা থেকে প্রশিক্ষণ করতে ইচ্ছুক অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের নিয়ে গত ০৭ ও ০৮ এপ্রিল বাছাই কার্যক্রম পরিচালিত হয়। বাছাই কার্যক্রম এর মাধ্যমে ৬০ (ষাট) জনকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়।  প্রশিক্ষণার্থীদেরকে পিটি, ড্রিল, অস্ত্র প্রশিক্ষণ ও তাত্ত্বিক ক্লাস পরিচালনা করা হয়।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আনসার ও ভিডিপি সদর দপ্তরের ভিডিপি (প্রশিক্ষণ) শাখার উপ-মহাপরিচালক জুম প্লাটফর্মে মতবিনিময় সভা করেন এবং বাহিনীতে আসন্ন বিভিন্ন উন্নতমানের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।

চট্টগ্রাম রেন্জ ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মো: সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য বাহিনীর সম্পর্কিত ধারণা, আইন ও বিধিসমূহ সম্পর্কে আলোচনা করেন।

প্রশিক্ষন চলাকালীন খাগড়াছড়ি জেলা প্রশাসক,  প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য “কমিউনিটি এলার্ট মেকানিজম এর মাধ্যমে অপরাধ ও অপকর্ম প্রতিহত করার কৌশল” এর বিষয়ে ক্লাস পরিচালনা করেন।খাগড়াছড়ি পুলিশ সুপার, প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য “সামাজিক অপরাধের ধরণ ও ব্যাপকতা” বিষয়ে আলোচনা করেন। পরিচালক, দীঘিনালা, আনসার ব্যাটলিয়ন (১৭ বিএন), জামতলী, দীঘিনালা, খাগড়াছড়ি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য মানব নিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্যদের কর্মকৌশল এর বিষয়ে আলোচনা করেন।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের শর্টগান ও ৭.৬২ মি. মি. রাইফেল এর বিষয়ে বিশদ ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদেরকে ১০ রাউন্ড হারে সর্বমোট ৬০০ রাউন্ড ৭.৬২ মি. মি রাইফেল এর ফায়ারিং অনুশীলন গত ০৪/০৫/২০২৫ খ্রি: খাগড়াছড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। উক্ত ফায়ারিং অনুশীলনে ১০ জন প্রশিক্ষণার্থী গ্রুপিং  ফায়ারিং করতে সক্ষম হন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদেরকে চৌকস, বেস্ট ড্রিল, বেস্ট রানার, বেস্ট ফায়ারার, বেস্ট ক্রিকেটার, বেস্ট ভলিবল ও বেস্ট একাডেমিক সহ ২৭ জন প্রশিক্ষনার্থীকে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায়  প্রশিক্ষণার্থীদের অভিন্দন জানান। প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষণার্থীগণ বাহিনীর উন্নত মানের কারিগরী প্রশিক্ষণ, সম্মানী ভাতার ভিত্তিতে হিল ভিডিপিতে যোগদান, স্বল্পমেয়াদে অঙ্গীভূত হওয়ার সুযোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST