ঢাকাWednesday , 29 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে হেফাজতে ইসলাম এর প্রতিবাদী মানববন্ধন থেকে ইস্কন নিষিদ্ধের দাবী।

দেশ চ্যানেল
October 29, 2025 1:11 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইস্কন” কে নিষিদ্ধের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। ২৯ অক্টোবর বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় শহিদ আলিফ হত্যার বিচার দ্রুত কার্যকর, গাজিপুরে মসজিদের খতিবকে গুম করে হত্যা চেষ্টা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্গবদ্ধ ধর্ষনের সাথে সংশ্লিষ্ট উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইস্কন”কে নিষিদ্ধের দাবি তুলে জড়িতদের বিচারের দাবি জানান।

হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার আমীর মাওলানা ক্বারী ওসমান গনী”র সভাপতিত্বে জেলা হেফাজতে ইসলামের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীন এর সঞ্চালনায় মানববন্ধনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খেলাফত মজলিস খাগড়াছড়ির সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা এম জামালুল হাসান জামিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনে ও সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজি, দীঘিনালা হেফাজতের সভাপতি মাওলানা ইলিয়াস, পানছড়ি উপজেলা সভাপতি মাওলানা সাব্বির মাহমুদ, মাটিরাংগা উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশিদ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলা এবং বিভিন্ন উপজেলার শতাধিক আলেম-উলামা, ছাত্র ও তৌহিদি জনতা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা চট্টগ্রামের আইনজীবী এ্যাডভোকেট আলিফ হত্যার দ্রুত বিচার ও দেশের বিভিন্ন স্থানে মুসলিম মা-বোনদের উপর পরিকল্পিত সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট উগ্র-জঙ্গি সংগঠন ইসকনকে নির্বাহী আদেশে অবিলম্বে নিষিদ্ধ করার জোর দাবি জানান। এসময় বক্তারা আরো বলেন, ইসকন একটি উগ্রবাদী ও ধর্মবিদ্বেষী সংগঠন হিসেবে দেশের শান্তিপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি এই সংগঠনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে উঠেছে। এমতাবস্থায় রাষ্ট্র ও প্রশাসনকে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে মুসলমানদের প্রাণের দাবী দ্রুততম সময়ে জঙ্গী সংগঠন ইসকনকে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে স্থায়ী ভাবে নিষিদ্ধ করার কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে। অন্যথায় ইসকন বিরোধী আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে হুশিয়ারি জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST