মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে লংগদু সেনা জোন।
০৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪১৫ (বাঙালি ০১জন এবং পাহাড়ি ৪১৪) জন রোগীর মাঝে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় চুলকানি (স্ক্যাবিস), বিভিন্ন ধরনের ব্যাথা, গাইনি সমস্যা, ডায়াবেটিস, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা ও শারিরীক দূর্বলতাসহ বিভিন্ন রোগীদের মাঝে (পুরুষ রোগী-২৮১ জন মহিলা রোগী-১৩৪ জন) চিকিৎসা সেবা প্রদান করেন মেজর তূর্ফা (গাইনি বিশেষজ্ঞ) ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স, ক্যাপ্টেন মোঃ নাভিদ নেওয়াজ, আরএমও, লংগদু জোন), ৩ বীর।