ঢাকাThursday , 31 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা।

দেশ চ্যানেল
July 31, 2025 1:55 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। ৩১ জুলাই বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে ১৫ কোটি ২ লাখ ১ হাজার ২২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বাজেটে রাজস্ব আয় ও ব্যয় সমানভাবে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে, আর সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই খাতে। নাগরিকদের ওপর নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে, পৌর এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা রক্ষা, মশা নিধন, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও পৌর স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। পৌর প্রশাসক জানান, শহরের নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই বিল খাতে, যা প্রমাণ করে বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে গুরুত্ব দেওয়া হয়েছে।

পৌর প্রশাসক জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা দেওয়া সঠিক হবে না। এ কারণে বিদ্যমান কর কাঠামো বজায় রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। পৌরবাসীর জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা মেরামত, সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, পাইপলাইনের সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা নাগরিক সেবার মানোন্নয়ন ও স্বচ্ছ বাজেট ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST