ঢাকাSaturday , 23 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন।

দেশ চ্যানেল
August 23, 2025 2:32 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে। ২৩ আগস্ট শনিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

জানা যায়, প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফটক শুধুমাত্র বিদ্যালয়ের নিরাপত্তা বৃদ্ধি করবে না, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক সৌন্দর্যও নতুন মাত্রা যোগ করবে। ফটকটির নির্মাণে ব্যবহার করা হয়েছে আধুনিক উপকরণ ও নকশা, যা বিদ্যালয়ের ঐতিহ্য ও পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মানানসই।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা এই নতুন সংযোজনকে বিদ্যালয়ের ইতিহাসে একটি গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। বিদ্যালয়টির শিক্ষকরা জানান, ফটকটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্য আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা পরিবেশ তৈরি করবে। অতিথিবৃন্দ বিদ্যালয়ের ফটক উদ্বোধনের পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST