স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বাংলাদেশি মালামাল আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ০৬ নভেম্বর বিকাল আনুমানিক ১৭৩০ ঘটিকায় খাগড়াছড়ি ব্যাটালিয়নের একটি বিওপি টিম সীমান্তের মেইন পিলার ২২৬৫/৫০-এস এর উত্তর-পূর্ব দিকে, আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
সিভিল সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে জিআর নম্বর ৯৫৪৯২৯ অনুযায়ী সিস্টেম বেবীসেট কীটনাশক ২০ লিটার (মূল্য ১,৪০০ টাকা), চ্যাপা শুটকি ১৩০ কেজি (মূল্য ১,৫৬,০০০ টাকা) এবং নাপ্পী পণ্য ১৫ কেজি (মূল্য ৫,৪০০ টাকা) সহ মোট ১,৭৫,৪০০ টাকার মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

