সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা)
গণতন্ত্রের প্রতীক,আপোষহীন দেশনেত্রী,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারাল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শোক বার্তায় তিনি আরো বলেন- বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারই সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছে। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন শহীদ জিয়াউর রহমান। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। এদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের ঐক্যের প্রতীক ছিলেন খালেদা জিয়া। দেশের সংকটময় মুহূর্তেও জনগণ ও দেশকে ছেড়ে যাননি।
জালিমের বিরুদ্ধে লড়েছেন এবং দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগের দাবির মূল নায়ক ছিলেন খালেদা জিয়া।মোস্তাফিজুর রহমান আর বলেন খালেদা জিয়া ১/১১ সময় জেলে বন্দি থাকাকালীন মোবাইলে একাধিকবার যোগাযোগে সবসময় নেতাকর্মী মনোবল চাঙ্গা রাখার নির্দেশ, শিমুল বিশ্বাসকে ডেকে বলেন মোস্তাফিজুর রহমান আমাদের লোক রুহুল কবির রিজভী ও মির্জা ফখরুলকে বলবে খেয়াল রেখো,বান্দরবন জেলা বিএনপির সভাপতি জেডি বাবুকে বলেন মোস্তাফিজুর রহমান আমাদের লোক এসব স্মৃতিগুলো এখন খুবই মনে পরে। সরাসরি সাক্ষাৎে এলাকার রাজনৈতিক বিষয়ে বেগম খালেদা জিয়া বলেন তোমার কাজ তুমি চালিয়ে যাও সময়ে কথা বলবে। মহান আল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। মহান আল্লাহ এই সংকটময় মুহূর্তে তার পরিবারকে শোক সইবার শক্তি দান করুন।
তিনি ৪ ঠা জানুয়ারি নয়াপল্টন শোক বইতে সাক্ষার করতে যাবেন বলে ও জানান।

