জিয়া চৌধুরী (খুলনা জেলা প্রতিনিধি)
খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়া ৪ নং ওয়ার্ডে দৌলতপুর থানার উদ্দ্যেগে গতকাল রবিবার বিকালে আইন শৃংখলা ও নিরাপত্তা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লাভলু, জামাত নেতা মোশাররফ আনসারী, ৪ নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক আরমান শেখ, শরিফুল আনাম, আসাদুজ্জামান আসাদ, মোল্লা মুজিবুর রহমান, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফ হোসেন, মোক্তার হোসেন মুক্ত, গাজী ফিরোজ, গাজী শরিফুল ইসলাম অহিদ, গাজী আছিফুল হক অনি, মনজুর আহসান সিদ্দিকী (শিপলু), আমিনুর ইসলাম, কামরুল হোসেন এরশাদ, দিপু গাজী, রুবেল গাজী, আজিজুল ইসলাম, আশু আনাম, রাশু আনাম,মিজানুর রহমান মিজা, শেখ সোলাইমান, আব্দুর রহিম, দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার লিয়াকত আলী, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী সহ এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও পথচারীরা। সভায় দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার লিয়াকত আলী বলেন গত ৫ ই আগস্টের আগে জন সাধারণ পুলিশ থেকে অনেক দূরে সরে যায়। সাধারণ মানুষ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়েছে। তবে ৫ ই আগস্টের পরে পুলিশ আবার সাধারণের মানুষের কাছে নতুন রুপে, সেবার ব্রত নিয়ে ফিরে এসেছে। সুন্দর ও মাদক মুক্ত সমাজ গঠনে, মাদক সেবি, মাদক বিক্রেতা, আইন শৃংখলা নষ্টকারী ব্যাক্তিদের তথ্য দিতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। নিরপেক্ষ ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ প্রত্যয়, তথ্যদাতার পরিচয় গোপন রাখা, নাগরিকের প্রতি যত্নশীল হওয়া, মানবিক ও ভালো আচারণ, সততা ও নৈতিক আস্থা অর্জন কর্তব্যনিষ্ঠ্যা দায়িত্ব পালনে পুলিশের প্রতি আস্থা রাখার আহবান জানান তাছাড়া পুলিশ ও জনগন পরস্পরের সহায়ক, ভিন্ন মতের প্রতি সহনশীলতা, পুলিশের কাজে সহযোগীতা নাগরিক দায়িত্ব পালন, পারস্পরিক সহমর্মিতা, তথ্য দিয়ে সহায়তা, আইন মেনে চলা ও সচেনতার প্রতি গুরুত্ব আরোপ করেন।