বিশেষ প্রতিনিধি খুলনা
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা সদর থানা কমিটির দলনেত্রী তাসলিমা সুলতানার উদ্যোগে আজ সকাল ০৯:০০ ঘটিকায় নগরীর নিরালা ২৪ নং ওয়ার্ডে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আনসার ভিডিপির সদর থানার কর্মকর্তা তরিকুল ইসলাম, দলনেত্রী সাফিয়া খাতুন, দলনেতা সোহাগ, আল আমিনসহ অন্যান্য সদস্য বৃন্দ।
কর্মসূচি শেষে দলনেত্রী তাসলিমা সুলতানার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সুস্থ ও সুন্দর জীবনে গাছের কোন বিকল্প নাই তাই বৃক্ষরোপণ হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষণের অপরিহার্য বৃক্ষ আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে তবে কালের বিবর্তনে কিছু অসাধু ব্যক্তি বন কর্মকর্তাদের কারনে বিলুপ্তির পথে দেশের বনাঞ্চল তাই আমরা আজ প্রাকৃতিক দুর্যোগের সময় হুমকির মুখে। ফলে নতুন প্রজন্মের জন্য এখন থেকে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। প্রকৃতি অর্থে গাছ আমাদের অক্সিজেনের মূল উৎস। প্রাকৃতিক দুর্যোগ হতেও গাছ আমাদের পরিবেশ ও দেশকে রক্ষা করে তাই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে বৃক্ষরোপনের বিকল্প নাই বলে বক্তব্য শেষ করেন।