খুলনার খান জাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৮শ গ্রাম গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টায় খুলনা জেলার রুপসার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চলাকালীন সন্দেহজনক ১ জন ব্যক্তির ব্যগ তল্লাশী করে ৮শ গ্রাম গাঁজা সহ ঐ মাদক ব্যবসায়ীকে আটক করে কোষ্টগার্ড।
আটক মোঃ মিলন (৩৫) সে একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে বলে জানা যায়। তিনি বাগেরহাট জেলার শরণখোলা থানার বাসিন্দা।
তিনি আরো জানান, জব্দকৃত গাঁজা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রুপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।