ঢাকাTuesday , 28 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনায়  গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি দুই বাড়িতে।

দেশ চ্যানেল
October 28, 2025 10:53 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনা মহানগরীর দৌলতপুরের কার্তিক কূলে ও পশ্চিমপাড়ায় খুটির ঘাট এলাকার দুটি বাড়িতে ফাঁকা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোরে অন্ধকারাচ্ছন্ন সময়ে দুই বাড়িতে গুলি চালানো হয়। এর মধ্যে কুয়েট কর্মচারী মহসিন লিটুর বাড়িতে ৬ রাউন্ড এবং মাদক ব্যবসায়ী কানা মেহেদির বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়ে সন্ত্রাসীরা। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনো প্রশাসন শনাক্ত করতে পারেনি।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারটি মোটরসাইকেলে বেশ কিছু যুবক মাথায় হেলমেট পরিহিত অবস্থায় প্রধান ফটকের সামনের দিকে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নেমে কয়েকজন প্রধান ফটক দিয়ে মহসিন লিটুর কক্ষে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালানোর পর দ্রুত পালিয়ে যায়। ওই সময় লিটু ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে থাকায় বেঁচে যান।

জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম বলেন, “কুয়েটের কর্মচারী মহসিন লিটুর বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া মেহেদির বাড়িতেও ৯ রাউন্ড গুলি করা হয়েছে। তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST