জিয়া চৌধুরী (খুলনা জেলা প্রতিনিধি)
বাংলাদেশের মানুষের অধিকারও দাবি আদায়ের জন্য ও ৩১ দফা দাবী বাস্তবায়নের জন্য তারেক জিয়াকে রাষ্ট্রিয় ক্ষমতায় আনতে হবে। ফ্যাসিবাদ সরকার বিদায় দিয়ে অন্তবর্তী কালীন সরকার জনগণের মূল আশা আকাঙ্ক্ষার দিকে খেয়াল না করে ভোটের অধিকার ফিরিয়ে না দিয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অপচেষ্টা চালাচ্ছে। এই সরকারের আমলে খুলনা সহ সারা বাংলাদেশের আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অন্তবর্তীকালিন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও দৃশ্যমান কোন উন্নয়ন কর্মকান্ড জনগণ কে দেখাতে পারেনি। যারা জনগণের জান মালে নিরাপত্তা দিতে পারে না, তাদের নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার। জনগণই যেহেতু সকল ক্ষমতার মালিক সেহেতু জনগণকেই নির্ধারণ করতে হবে জনগণের জানমালের নিরাপত্তা কারা দিতে পারবে। কারা জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরে দিতে পারবে, তাদেরকেই ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে হবে। খুলনা হচ্ছে শিল্পনগরী। আজ খুলনার সকল শিল্প কলকারখানা ফ্যাসিস্ট সরকার বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করেনি। শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। অধিকার বঞ্চিত শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পুনরায় খুলনা কে শিল্প নগরীতে ফিরিয়ে আনতে শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। সেজন্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের হাতকে শক্তিশালী করতে শ্রমিকদের পাশে থাকার আহবান জানান। গতকাল শনিবার বিকালে দৌলতপুর শহীদ মিনার চত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দৌলতপুর থানা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাডঃ এস এম শফিকুল আলম মনা এসব কথা বলেন। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আরব আলীর সভাপতিত্বে ও এম এম জসিমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। উদ্বোধক ছিলেন মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী সাংগঠনিক, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি। দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল। এছাড়া বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।