ঢাকাThursday , 24 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ট্রলার থেকে পড়ে শিশুর করুণ মৃত্যু।

দেশ চ্যানেল
July 24, 2025 12:00 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি খুলনা

খুলনার রুপসা ট্রলার ঘাটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে অজ্ঞাত পরিচয় এক শিশুর নদীতে পড়ে করুণ মৃত্যু হয়েছে

বুধবার রাত পৌনে নয়টায় ট্রলার থেকে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে রূপসা নদী পার হওয়ার সময় ট্রলার মাঝিরা অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এক শিশু নদীতে পড়ে করুণ মৃত্যু হয়।

পরবর্তীতে ট্রলারটি দ্রুত গতিতে পশ্চিম রুপসা খেয়াঘাট থেকে পূর্ব রূপসা খেয়াঘাটে ভিড়লে আরো এক যুবক নদীতে পড়ে যায়। তখন ওই ট্রলারের যাত্রী রায়হান অতিরিক্ত লোক বোঝাই করার প্রতিবাদ করলে ঘাট মাঝিরা একত্রিত হয়ে রায়হানকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে।

উপস্থিত লোকজন তাকে ধরে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। আহত যুবকের বাড়ি রূপসা উপজেলার রামনগর গ্রামে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুর কোন পরিচয় পাওয়া যায়নি।

জানতে চাইলে রুপসা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আবুল খায়ের বলেন, অজ্ঞাতনামা ৪/৫ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর শিশুটির পরিবারের লোকজন লাশটি নিয়ে যায়। যে কারণে নাম ঠিকানা জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST