বিশেষ প্রতিনিধি খুলনা
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর )সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে লাশটি প্রথম দেখতে পান কর্তব্যরত নিরাপত্তা প্রহরীরা। খুলনা শিপইয়ার্ডের ১নং জেটির পাশের রূপসা নদীর তীরে ভেসে উঠেছে এক অজ্ঞাতনামা পুরুষের লাশ।
শিপইয়ার্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরপরই ঘটনাটি লবনচরা থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি নৌ পুলিশকেও জানানো হলে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানিয়েছেন।