নাজমুল হাসান বিশেষ প্রতিনিধি খুলনা
আগামীকাল থেকে নগরীতে ন্যায্যমূল্যে শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে।
সিন্ডিকেটের নির্ধারিত দাম নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা ন্যায্যমূল্যে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে।
নগরীর শিববাড়ি চত্বর, বয়রা বাজার মোড়, নতুন বাজার মোড়, গল্লামারী হল রোড মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড ও চিত্রালী বাজারের কাছে বিআইডিসি রোডে এই উদ্যোগ শুরু হবে।
অনুষ্ঠানটি সকাল ৬টায় শুরু হয়ে চলবে সকাল ১১টা পর্যন্ত। পরে এটি বিকেল ৫টায় বসবে এবং রাত ৮টা পর্যন্ত চলবে বলে আজ এখানে শিক্ষার্থীদের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ক্রেতারা আশা করছেন, তারা কম দামে পণ্য কিনতে পারবেন।