ঢাকাWednesday , 18 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • খুলনায় মহানগরীর পুকুর ও জলাশয়ের বর্তমান পরিস্থিতি: সংরক্ষণে করণীয় সেমিনার অনুষ্ঠিত।

    দেশ চ্যানেল
    December 18, 2024 1:48 pm
    Link Copied!

    খুলনা বিশেষ প্রতিনিধি

    আজ (বুধবার) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মহানগরীর পুকুর ও জলাশয়ের বর্তমান পরিস্থিতি সংরক্ষণে করণীয় সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ অনুষ্ঠানের আয়োজন করে।

    সেমিনারে প্রধান অতিথি খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা একটি জলাশয় সমৃদ্ধ শহর। কিন্তু আমাদের সচেতনতার অভাবে দিন দিন এর পরিমাণ কমে যাচ্ছে। জলাশয়গুলো সংরক্ষণে ব্যক্তি পর্যায়ে সবাইকে কাজ করতে হবে। পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় জলাশয় সংরক্ষণ করা প্রয়োজন। খুলনা মহানগরীতে অনেক পুকুর বা জলাশয় আছে সেগুলো অবহেলিত ও উপেক্ষিত। বর্তমানে যে পুকুর বা জলাশয় আছে সেগুলো সংস্কার করার আশস প্রদান করেন প্রধান অতিথি।

    খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সেমিনারে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাদিকুল ইসলাম, কেসিসির পরিকল্পনা কর্মকর্তা রেজবিনা খানম রিক্তা, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইপিআর এর চেয়ারপার্সন গৌরঙ্গ নন্দী। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বেলার সমন্বয়ক মোঃ মাহফুজুর রহমান মুকুল।

    সেমিনারে কেসিসির কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিদালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST