খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর দৌলতপুর সরকারি মহাসিন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয় স্কুল ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যেগে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা গত ৬ অক্টোবর থেকে শুরু গতকাল সোমবার থানা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরষ্কার বিতারণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ রুমানাই ইয়াসমিন,দৌলতপুর সরকারি মুহাসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়াদ্দার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় ৩টি খেলা, কাবাডি ,দাবা ও সাতার নিয়ে অনুষ্ঠিত হয়েছে। বড় বালক- বালিকাদের ১০০ মিটার মুক্ত সাঁতার, চিৎ সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার ও মধ্যম বালক – বালিকাদের ১০০ মিটার মুক্ত সাঁতার, ৫০ মিটার চিৎ সাঁতার, বুক, সাঁতার, প্রজাপতি সাঁতার প্রতিযোগিতা, কাবাডি খেলা, এছাড়া ৬ষ্ঠ- ৮ম শ্রেণির মধ্যম বালক – বালিকা এবং ৯ম -১০ম শ্রেণির বালক – বালিকাদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গঠনতন্ত্রে উল্লেখিত নিয়ামানুসারে সকল খেলা পরিচালিত হয়েছে। থানা ও উপজেলা পর্যায়ে ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর, জেলা পর্যায়ে ১৪ – ১৬ অক্টোবর, উপ- অঞ্চল পর্যায়ে ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর, অঞ্চল পর্যায়ে ২২ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, জাতীয় পর্যায়ে ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের ব্যবিস্থাপনায় অনুষ্ঠিত হবে।