ঢাকাSaturday , 13 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ছয়টি আসনে ১৫ জন এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট নিয়োগ।

দেশ চ্যানেল
December 13, 2025 12:04 pm
Link Copied!

বিপ্লব সাহা খুলনা ব্যুরো:

প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য খুলনার ছয়টি আসনে ১৫ জন এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার খুলনা জেলা ম্যাজিস্ট্রেট আ স ম জামশেদ খোন্দকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে। অফিস আদেশে বলা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপাল ৬টি নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার জন্য ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ১২ ডিসেম্বর থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নিয়োগ করা হলো।

খুলনা মহানগরীর দুটি আসনের মধ্যে নগরীর ১ নম্বর ওয়ার্ড থেকে ১৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কমিশনার নাজমুস সাকিব এবং সহকারী কমিশনার শেখ রায়হানা ইসলামকে, নগরীর ১৬ নম্বর ওয়ার্ড থেকে ৩১ নম্বর ওয়ার্ড পর্যন্ত সহকারী কমিশনার ইমরান হাসান এবং সদর সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রর্বত্তীকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া খুলনার জেলার চারটি আসনের মধ্যে রূপসায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, দিঘলিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, বটিয়াঘাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল- ইভান, তেরখাদায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, ডুমুরিয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ফুলতলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, দাকোপে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সেবগাতুল্যাহ, পাইকগাছায় উপজেলা মোঃ ফজলে রাব্বী ও কয়রায় উপজেলা সহকারী কমিশনার দীপেন সাধক রনিকে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা তাদের সংশ্লিষ্ট অধিক্ষেত্রে সমন্বয় করবেন এবং খুলনা মহানগর এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমন্বয় করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST