ঢাকাFriday , 25 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • খুলনার বর্ষিয়ান নেতা এডভোকেট মনজুরুল ইমামের ২০ তম শাহাদাত বার্ষিকী পালিত

    দেশ চ্যানেল
    August 25, 2023 12:16 pm
    Link Copied!

    বিপ্লব সাহা,খুলনা ব্যুরো :

    বঙ্গবন্ধু শেখ মুজিবের একেবারে ঘনিষ্ঠ অন্তরঙ্গ ব্যক্তিত্ব দক্ষিণ বাংলার ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আওয়ামী আদর্শে অনুপ্রাণিত প্রিয় মানুষ অহিংস নির্লোভী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি এডভোকেট মনজুরুল ইমামের ২০ তম মৃত্যুবার্ষিকী আজ।
    ২৫ আগস্ট শুক্রবার উল্লেখ্য ২০০৩ সালের ২৫ আগস্ট সকালে নগরীর শামসুর রহমান রোডের নিজ বাসভবন থেকে দৈনন্দিন কর্মের উদ্দেশ্যে নিত্যদিনের মতো অতি পরিচিত একজন রিক্সাওয়ালা সাইদুল ইসলাম আকন্দর রিকশায় সাথে আইনজীবী বিজন বিহারী মন্ডলকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা করলে কোন কিছু বুঝে ওঠার আগেই পূর্বের থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা সহ রিক্সাওয়ালা সাইদুল আকন্দ ও এডভোকেট বিজন বিহারি ঘটনাস্থলেই নিহত হন।
    মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তানার নিজ বাড়ির সন্নিকটে শামসুর রহমান রোডস্হ অস্থায়ী স্মৃতি -বেদীতে সকাল দশটায় পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের আয়োজনে সারাদিনের কর্মসূচি শুভ সূচনা হয়।
    এ সময় দলীয় বিভিন্ন নেতাকর্মীরা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন মনজুরুল ইমাম ছিলেন একজন সৎ নিষ্ঠা ও আদর্শবান নেতা।
    তিনি ব্যক্তি স্বার্থে নয় বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালোবেসে দলের স্বার্থে অকুতোভয়ী সৈনিক হিসেবে রাজনীতি করেছেন।
    বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলে থাকা অবস্থায় তিনি নানান প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করেছেন।
    সে সময় এমন কোন মিছিল মিটিং ও সাংগঠনিক কার্যক্রমে হাজার কর্মব্যস্ততার মাঝেও তানাকে কখনো অনুপস্থিত দেখা যায়নি।
    তাছাড়া তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় প্রতিরোধ সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন।
    এর আগে ১৯৫২ সালের ভাষা আন্দোলনকালীন সময় খুলনা জেলায় স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া ছাত্র হওয়া সত্বেও মহান ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে পিছু হাঁটেনি।
    দলীয় সূত্র থেকে জানা গেছে তিনি যদিও ব্যক্তিগত ভাবে খুলনা ২ আসনের এমপি পদে নির্বাচন করতে আগ্রহী না থাকলেও বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট সম্মানের সাথে আপন চাচার মতন সম্মান করতেন এবং জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার খুলনা ৬ টি আসনের মধ্য তানাকে সর্বপ্রথম মনোনীত করে বলতেন আপনাকে খুলনা ২ আসন থেকেই নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করতে হবে।
    অথচ তৎকালীন জাতীয় পার্টির স্বৈরাচার এরশাদ সরকার পরে বিএনপি’র নীল নকশার
    অপরাজনীতির কাছে তানার মত ন্যায় পরায়ণ জনবান্ধব একজন ত্যাগী নেতাকে বারবার পরাস্ত হতে হয়েছে।
    মনজুরুল ইমাম ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের দল আওয়ামী লীগকে মনেপ্রাণে ভালোবাসতেন এবং দলের জন্য তিনি জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন অবশেষে সন্ত্রাসীদের বুলেটের আঘাতে নির্বিঘ্নে নিঃশব্দে চলে গেলেন।
    পরিবার থেকে জানা গেছে এডভোকেট মনজুর ইমাম নগরীর বয়রা এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান তিনি ১৯৩৯ সালে ৯ নভেম্বর নোয়াপাড়া নানা বাড়িতে জন্মগ্রহণ করেন।
    জীবনের অধিকাংশ সময়ে নগরীর সাউথ সেন্টার রোড ও শামসুর রহমান রোডে কাটিয়েছেন।
    মোহাম্মদ ইউনুস তার পিতা ফাতেমা বেগম ছিলেন তার মা।
    অ্যাডভোকেট মঞ্জরুল ইমামের ২০ তম মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের দাবি গত ২০ বছর হয়ে গেল মজুরুল ইমামকে ঘাতকরা নির্মমভাবে তারই বাড়ির সন্নিকটে হত্যা করেছে অথচ আজ পর্যন্ত তানার মৃত্যুর সুষ্ঠ্য বিচার আমরা পরিবারের পক্ষ থেকে পাইনি।
    মরহুম অ্যাডভোকেট মনজুরুল ইমামের বড় ছেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় আসার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার বিচার করেছেন আজ ২০ বছর অতিবাহিত হতে যাচ্ছে আমার পিতা একজন নির্ভীক আওয়ামী লীগের নেতা আর তিনি দলকে জীবনের থেকেও বেশি ভালবাসতে গিয়ে সন্ত্রাসীদের হাতে জীবন দিতে হয়েছে।
    তাই আজ এই মর্মাহত বেদনা বিধুর সময়ে আপনার নিকট জোর দাবি এই হত্যার সাথে কে বা কারা প্রকৃত দূষিত তাদের সাব্যস্ত করে আইনের আওতায় এনে বিচার কার্যক্রম সম্পন্ন করে খুলনাকে এই হত্যার দায় থেকে কলঙ্কমুক্ত করেন।
    পরে সকাল ১০ টায় বয়রা মরহুমের কবরস্থান জিয়ারত ও পার্শ্ববর্তী মুন্সিবাড়ি মসজিদে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনের দোয়া ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজনের জুম্মাবাদ নগরীর মির্জাপুর মসজিদে দুয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST