ঢাকাTuesday , 12 March 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • খুলনার বাজারে রমজানের প্রথম দিনেই ভোক্তা অধিকারের অভিযান

    দেশ চ্যানেল
    March 12, 2024 9:47 am
    Link Copied!

    বিপ্লব সাহা খুলনা ব্যুরো :

    সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে আজ প্রথম রমজান থেকে কঠোর অবস্থানে ভোক্তা অধিকার।
    নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে সংস্থাটি।
    আজ একযোগে সারাদেশের সাথে খুলনায়ও নিত্যপণ্যসহ কাঁচা বাজার সহ সকল ধরনের নিত্য পণ্যের বাজারে মনিটরিংয়ে নেমেছে ভোক্তা অধিকার সংস্থা সাথে রয়েছে প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ।
    আজ প্রথম রমজান বাজার ঢিলেঢালা অবস্থা থাকা সত্ত্বেও সংস্থাটির সক্রিয় অবস্থানে থেকে নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তদারকি করছে কোনো ব্যবসায়ী ক্রেতাদের নিকট সরকার নির্ধারিত মূল্য তালিকা ছাড়া অধিক মূল্যেয় পণ্য বিক্রি করছে কিনা সে ব্যাপারে বাজারের বেশ কয়েকজন ক্রেতাদের নিকট জানতে চেয়েছে ভোক্তা অধিকার। একপর্যায়ে নগরীর শেখপাড়া বাজারে অভিযান চলাকালীন সময়ে এ বিষয়ে দেশ চ্যানেলের সাথে কথা বলেছেন ভোক্তা অধিকারের অভিযানিক দলের প্রধান কর্মকর্তা মোঃ তৌফিক এলাহী তিনি বলেছেন আজকে আমাদের এই অভিযান শুধুমাত্র অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কারণ প্রতিবছর রমজান আসলে বিভিন্ন উপায়ে ব্যবসায়ীরা পণ্য গোডাউনে মজুদ রেখে বাজারে তারল্য সংকট দেখিয়ে দ্রব্যমূল্য অধিক পরিমাণে হাকিয়ে বসে থাকে আর এতে করে নাভিশ্বাস ওঠে ভোক্তাদের।
    তিনি আরো বলেন একেতো দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া অবস্থা থাকায় দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষদের আয়ের উপর নির্ভর করে পরিবার-পরিজন নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। তারপরেও যদি ব্যবসায়ীরা নিজেদের খেয়াল খুশিমত দ্রব্যমূল্য নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তোলে তাহলে এই সকল অসহায় মানুষরা যাবে কোথায় আর খাবে কি।
    তাই বাজারস্থিতিশিল রাখতে রমজান শুরু হওয়ার একমাস আগে থেকে
    সরকার সহ দেশের প্রতিটা জেলা পর্যায়ের অন্যতম ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্স এর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সকল জেলা প্রশাসক ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে নিয়ে বৈঠক করে বলেছিলেন রমজান মাসে কোন ব্যবসায় যদি সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক দামে পণ্য বিক্রয় করার অভিযোগ পাওয়া যায় এবং পণ্য মজুদ রেখে বাজার সংকট দেখান হয় সে সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
    তাই আজ রমজানের প্রথম দিন থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণ রাখতে আমরা আমাদের অভিযান কার্যক্রম শুরু করেছি। এবং এই কার্যক্রম আরো কঠোরভাবে পুরো রমজান মাস জুড়েই অব্যাহত থাকবে।
    এদিকে বাজারে আগত অসংখ্য ক্রেতারা সন্তোষ প্রকাশ করে বলেছেন দেশের প্রতিটি এলাকায় যদি ভোক্তা অধিকারও প্রশাসন সক্রিয় অবস্থানে থেকে স্বচ্ছতার মধ্য দিয়ে এরকম কঠোর অভিযান অব্যাহত রাখে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে এবং নিত্যপণ্যর দাম না কমলেও একই পর্যায়ে থাকলে সব শ্রেণীর মানুষদের জন্যই সুবিধা হবে।
    এদিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি মেহেদী হাসান বলেছেন আমার বাজারে কোন ব্যবসায়ী যদি কোনক্রমে ক্রেতাদের নিকট থেকে পণ্যের দাম অধিক রাখার অভিযোগ পাওয়া যায় এবং ওজনে কম ও কোন ক্রেতার সাথে অসদাচরণ করে সে ক্ষেত্রে সাথে সাথে আমি সেই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেই ব্যবসায়ীর দোকান বন্ধ রাখতে বাধ্য হব বলে সভাপতি মেহেদী হাসান গণমাধ্যমকে জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST