ঢাকাThursday , 9 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনার বিএনপি অফিসে ঝুলছে তালা,ঊর্ধ্বতন নেতাকর্মীরা লাপাত্তা!

দেশ চ্যানেল
November 9, 2023 10:09 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুলনার বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রায় ১০ দিন যাবৎ তালা ঝুলছে নেতাকর্মীদের কোন খোঁজ নাই ঊর্ধ্বতন কর্তারা লাপত্তা।
সরকার পতনের লাগাতার কর্মসূচি দিয়েও মাঠে নাই তারা।
এমনকি খুলনার দলীয় হাইকমান্ডের নেতাকর্মীদের মুঠোফোনে ও যোগাযোগ করা যাচ্ছে না।
পুলিশী গ্রেফতারের হাত থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে এ পন্থা অবলম্বন করেছে নেতারা।
বিএনপি’র দলীয় সূত্র থেকে জানিয়েছেন সরকার একরোখা রাজনীতি চালিয়ে সারা দেশব্যাপী বিএনপি ও জামাত ইসলাম সহ আন্দোলনের অংশগ্রহণকারী দলের নেতাকর্মীদের অহেতুক হয়রানি ও গ্রেফতারের অভিযানের হুমকিতে রেখেছে বিরোধীদলীয় নেতাকর্মীদের।
যার কারনে খুলনার সকল বিএনপি নেতাকর্মীরা ঘর ছাড়া।
নাম প্রকাশে অনিচ্ছুক খুলনার বিএনপি’র তৃণমূল পর্যায়ের এক বলিষ্ঠ কর্মী গণমাধ্যমে জানিয়েছে দলের কেন্দ্রীয় মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর থেকে একের পর এক সকল নেতারাই যেন নিজের উদ্যোগে অথবা ভয় পেয়ে কোন কারনে গাঢাকা দিতে বাধ্য হয়েছে।
অথচ দেশ জুড়ে চলছে বিএনপি জামাতের ডাকা ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি।
আর এ অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে।
তবে দলীয় সূত্র থেকে আমরা জানতে পেরেছি আগামী রবিবার থেকে আবারও নতুন কর্মসূচি আসতে পারে।
সে ক্ষেত্রে কোন দিকনির্দেশনার জন্য খুলনার স্থানীয় জ্যেষ্ঠ নেতাকর্মীদের আমরা কাছে পাচ্ছিনা।
মাঝেমধ্য তাদের মুঠোফোন খোলা পেলে ও বেশি সময় কথা বলার সময় তারা আমাদের দিচ্ছে না।
তবে গত দুইদিন আগে খুলনা মহানগর আহবায়ক সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা আমাদের জানিয়েছেন আগামী দিনগুলোতে আন্দোলন আরো কঠোর অবস্থানে যাচ্ছে সে ক্ষেত্রে আপনারা সবাই প্রস্তুত থাকবেন।
কঠোর কর্মসূচির মধ্যে টানা অবরোধের পাশাপাশি হরতাল ও থাকতে পারে। আর এই হরতাল এবং যেকোনো কঠোর কর্মসূচিকে বেগবান করার জন্য দলীয় কর্মীদের কঠোর হতে হবে।
পিকেটিং করতে হবে রাজপথ দখল করতে হবে। এবং কর্মসূচির পূর্বের দিন থেকে মশাল মিছিল পথ সভা করে রাজপথ উত্তপ্ত করতে হবে।
বর্তমানে দলের কর্ণধর জ্যেষ্ঠ নেতা রুহুল কবি রিজভী যদি কেন্দ্র থেকে নির্দেশনা দেয় হরতাল পালন করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আমাদের হরতাল ও পালন করার জন্য নগরীর মার্কেট দোকান শপিংমল বন্ধ করার ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি হরতাল অবরোধ বিরোধী অবস্থানে থাকা আওয়ামী লীগ ও প্রশাসনের সূত্র থেকে জানিয়েছে দেশের বিরোধীদল গুলো যদি শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করে সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নাই কিন্তু অগ্নিকাণ্ড জ্বালাও পোড়াও মানুষ খুনের রাজনীতিতে মেতে ওঠে সে ক্ষেত্রে তাদের কোনক্রমেই ছাড় দেওয়ার সুযোগ নাই।
কারণ গত ২৮ অক্টোবর থেকে সারা দেশব্যাপী রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ জনগণের সম্পদ যানবাহনে অগ্নিসংযোগ মানুষ খুনের নেশায় তারা মেতে উঠেছে।
আর এই ধ্বংসাত্বক রাজনীতিকে
যে কোন পন্থায় কঠোর হাতে প্রতিহত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST