বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
খুলনা এখন খুনের রেড জোন এবার পুত্রের হাতে পিতা খুন। খুনের ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মাছ ব্যবসায়ীর নাম লিটন। রিকসা চালক পুত্র আবু বক্কর সিদ্দিক লিমন টাকার জন্য পিতাকে বটি দিয়ে জবাই করে হত্যা করেছে বলে পারিবার সূত্রে জানা গেছে ।
তারা আরও জানান, চারদিন আগে নিহত লিটনের পুত্র লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। হত্যাকান্ডের পর থেকে লিমন ও তার স্ত্রী পলাতক আছে। খুলনা মহানগর পুলিশসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিন্তু নিহতের পরিবারের শোকের মাতম বইছে নিহত লিটন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন। ছেলে রিকশাচালক হলেও নিশার সাথে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।