বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
ক্রমাগত ঘনিয়ে আসছে ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন, আর ততই ঘনীভূত হচ্ছে খুলনার ছয়টি আসনের মধ্যি ৪, ৫ ও ৬ আসনের নৌকা প্রার্থীদের জন্য ঘরের শত্রু বিভীষণ হয়ে নির্বাচনের আকাশে কালো মেঘের রূপ নিয়ে আওয়ামী লীগেরই পদে থাকা স্বতন্ত্র তিন প্রার্থী।
ফলে চ্যালেঞ্জের মুখে সাবেকে দুই এমপি সহ খুলনা- ৬ আসনের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেখ রাশিদুজ্জামান।
আর এই মেঘাচ্ছন্ন ধোঁয়াশার হাত থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে নানান পরিকল্পনার ছক কোষতে অবলম্বন করছে ভিন্ন ভিন্ন পন্থা।
এ লক্ষে দলের ঐতিহ্য অক্ষুন্ন রাখার স্বার্থে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জেলা পর্যায়ের হ্যাভি ওয়েট কর্তারা পদচারণা করে দলীয় প্রার্থীদের হয়ে স্থানীয় ভোটারদের মাঝে জোর প্রচার প্রচারণা চালিয়ে উল্লেখিত তিন আসনের ভোটারদের দ্বারে দ্বার গিয়ে নৌকা প্রতীকের প্রার্থীদের হয়ে ভোট প্রার্থনা করলেও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের হয়ে নির্বাচনে প্রচার-প্রচারণা করতে থেমে নেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের তৃণমূল পর্যায়ে থেকে নগর ও জেলা পর্যায়ে নেতাকর্মী গন।
অতএব এ ক্ষেত্রে কোনক্রমেই দূরীভূত হচ্ছে না নৌকা প্রার্থীদের দুশ্চিন্তার কপালের ভাঁজ।
খুলনার ৬ টি সংসদীয় আসনে তিনটিতেই নৌকা রয়েছে অধিক চ্যালেঞ্জের মুখে বাকি তিনটি আসনে নৌকার প্রার্থীরা সুবিধা জনক অবস্থান থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে ফুরফুরে ইমেজে।
তার মধ্যে খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল বর্তমান সংসদ সদস্য ও সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাসকে পেছনে ফেলে এবার নৌকার টিকিট পেয়ে রয়েছে সুবিধাজনক অবস্থানে।
অন্যদিকে সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ও নির্বাচনী মাঠে কিছুটা উত্তাপ ছড়ালেও অবশেষে জয়ের মালা ননী গোপাল মন্ডলের গলায় উঠবে বলে ধারণা করছে এলাকার জনগণ।
খুলনা-২ আসনে বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সালাউদ্দিন জুয়েল আবারও নৌকার মাঝি হয়েছেন ফলে তার কোন শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় তারও নির্বাচনী ট্রেন চলছে উচ্চগতিতে।
খুলনা-৩ আসন থেকে দলের প্রবীণ নেত্রী সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান নির্বাচনের মাঠ থেকে ছিটকে পড়ে যাওয়ার কারণে সেখানে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দলের জন্য অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে চমকপ্রদকভাবে এ আসনের নৌকার কান্ডারী হলেন তিনি।
অতএব তানার ক্ষেত্রেও কোন শক্ত প্রতিদ্বন্দ্বি না থাকায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন তিনিও।
এদিকে খুলনা-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো নৌকার মনোনয়ন পেয়ে সাধারণ জনগণের মাঝে মিশে গিয়ে গণসংযোগ করলেও দুশ্চিন্তার রাহু গ্রাস পিছুতারা করছে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে।
এখানে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে সাবেক হুইপ খুলনা আওয়ামী লীগের একসময়ের দাপুটে নেতা জেলার সাধারণ সম্পাদক মরহুম এসএম মোস্তফা রশিদী সুজার ভাই এসএম মোস্তফা রশিদী দারা নিজের ব্যক্তি ইমেজ ও দলীয় তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে বেশ কিছু শক্ত অবস্থানের নেতাকর্মীদের সহযোগিতায় ওই আসন থেকে নির্বাচনী ভিত শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
খুলনা-৫ আসনের নৌকা প্রার্থী শোভনা ইউনিয়নের ইউপি সদস্য থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যানে পাশাপাশি চার চার বার জাতীয় সংসদের এমপি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে দল থেকে আবারো তাকে যোগ্যপ্রার্থী হিসেবে নৌকার কান্ডারী হিসাবে অত্র এলাকার জনমানুষের সেবা করার লক্ষ্যে তার ওপর দায়িত্বভার ন্যস্ত করলেও তারই ঘরের শত্রু বিভীষণ ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এবার নির্বাচনী মাঠে উত্তাপ ছড়ানোর কারণে সাবেক এমপির ভোট দুর্গে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন আক্ষেপ করে বলেছেন সাবেক এমপি দীর্ঘদিন ক্ষমতায় থাকায় অনেকে অনেক কিছু না পাওয়ার বেদনা ও উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল একাধিক গ্রুপ তৈরি হওয়াতে শেখ আকরাম হোসেনের দিকে অনেকে মৌন ও প্রকাশ্য সমার্থন দিচ্ছে।
খুলনা-৬ আসনে মা মাটির সাথে মিশে থাকা ঘের ও লবণ পানির বিরুদ্ধে সংগ্রামী নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রাশিদুজ্জামান মোড়ল নৌকার মাঝি হয়ে এলাকার জনগণের ত্রাহীকর্তা হিসেবে নতুন রূপে অধিষ্ঠিত হলেও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নৌকার পক্ষে বৈরী আবহাওয়া বইতে শুরু করেছে ফলে এখানে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে।
বস্তুুতপক্ষে খুলনা ৬ আসনের ভোটারদের মাঝে স্বতন্ত্র প্রার্থীকে নিয়েই জল্পনা কল্পনার ঝড় বইছে।
আর এতে কিছুটা হলেও নৌকার প্রার্থীর দুশ্চিন্তার ঝড়ের কবলে।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৭ জানুয়ারি খুলনার ছয়টি আসনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন কি ঘটবে তা দেখার প্রত্যাশার প্রহার গুনছে সাধারন ভোটাররা।