ঢাকাSunday , 7 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলার ৬টি আসনেই বড় ব্যবধানে নৌকার বিজয়!

দেশ চ্যানেল
January 7, 2024 5:31 pm
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

খুলনা জেলার ৬ টি নির্বাচনী আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ভোট গ্রহণ শেষে ভোট গণনার মাধ্যমে প্রাপ্ত ফলাফল ঘোষণার তথ্য অনুযায়ী ৬ আসনেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের নৌকা প্রতীক নিয়ে অন্য সকল প্রার্থীদের পিছু ফেলে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছে।
ফলে বিজয়ী ৬ প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করতে অধীর অপেক্ষায় রয়েছে সমার্থকরা।
প্রাপ্ত ফলাফল তথ্য ঘোষণা অনুযায়ী জানা গেছে খুলনা জেলার ছয়টি আসনের নৌকা প্রার্থীদের বিপক্ষে যে সকল স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের থেকেও বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক প্রার্থীরা জয়লাভ করে সংসদীয় আসন গ্রহণ করতে যাচ্ছে ।
এদিকে বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের তথ্য মতে জানা গেছে ভোটার উপস্থিত সংখ্যা আশা অনুরূপভাবে না থাকায় গড় ভোট পড়েছে চল্লিশ শতাংশের নিচেয়।
আবার কোথাও কোথাও ৩০ শতাংশের কম।
তা সত্ত্বেও খুলনার ৪ ও ৫ আসনে স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থানে থাকা সত্ত্বেও নিরঙ্কুশ ভাবে জয় লাভ করেছে নৌকা প্রার্থী।
তবে দুটি আসনের মধ্যে উল্লেখযোগ্য ভাবে খুলনা ৪ আসনের বিদ্রোহী প্রার্থী কেটলি মার্কা নিয়ে মোস্তফা রশিদী দারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী থাকলেও অবশেষে বিপুল ভোট অর্থাৎ প্রায় ২৬ হাজার ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী সালাম মুর্শেদীর নিকট পরাজিত হয়েছে।
এদিকে খুলনা ৫ আসন থেকেও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হাগডাকের সাথে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নির্বাচনের মাঠে দাপিয়ে বেরিয়ে নৌকার মাঝি নারায়ণ চন্দ্র চন্দ কে থুরায় কেয়ার না করে তার সমর্থকদের বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে এবং যতসব অপপ্রচার চালিয়েও অবশেষে নৌকার মাঝির নিকট বড় ব্যবধানে পরাজয় স্বীকার মেনে নিতে হয়েছে।
তবে ইতিমধ্য খুলনা-২ আসন থেকে নৌকা প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল বলতে গেলে অন্য ৬ জন প্রার্থীদের থেকে বেশ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয় অর্জন করেছে ।
যাতে করে ধরে নেওয়া যায় খুলনা দুই আসন থেকে বঙ্গবন্ধুর ধাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল দ্বিতীয়বারের মতন সংসদ সদস্যর পদ নিশ্চিত করে জয়ের মালা পড়তে যাচ্ছে।
এদিকে খুলনা -৩ আসনেও নৌকা প্রার্থী এস এম কামালের বিরুদ্ধে জুরালো কোনো প্রার্থী অবস্থান না করার ক্ষেত্রে সেখানে ফুরফুরে আমেজে বিশাল ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে বিজয় অর্জন করে সংসদ সদস্য হিসেবে সংসদে ঢোকার টিকিট পেয়েছে।
অপরদিকে খুলনা ৬ আসনে কোনো আলোচনায় না থাকা অযাচিতভাবে দল থেকে তাকে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করায় তিনি প্রথমে স্বতন্ত্র প্রার্থীর কাছে একটু দুর্বল হিসেবে চিন্তিত থাকলেও পরবর্তীতে ভোটারদের মৌন সমর্থন ও দলীয় উচ্চ পর্যায়ের হেভি ওয়েট ব্যক্তিদের পদচারণায় অবশেষে নির্বাচনী বাতাস ঘুরে গিয়ে নৌকার পালে হাওয়া লাগার কারণে অবশেষে শেষ হাসিটা তিনি হেসেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST