নিত্যানন্দ মহালদার উপজেলা প্রতিনিধি
খুলনা জেলা দিঘলিয়া উপজেলা আয়োজিত শোক দিবসে,
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে ১৯৭১ সালের পরাজিত শক্তি এবং সেনা বাহিনীর কিছু বিপথগামী সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব নিষ্পাপ রাসেল সহ জাতির পিতাকে স্ব- পরিবারে হত্যা করে জাতিকে কলংকিত করেছে। তারা সেদিন জাতির পিতাকে স্ব- পরিবারে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু তাদের সেই ঘৃন্য চক্রান্ত সফল হয়নি।
জাতির জনকের সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে ১৫ আগস্ট অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                