খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নগরের আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস নামে এক পশু চিকিৎসক ও গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আড়ংঘাটা শলুয়া বাজারে চায়ের দোকানে বসেছিলেন এমদাদুল হক মিলনসহ কয়েকজন। এ সময় দুইটি মোটরসাইকেলে সন্ত্রাসীরা এসে গুলি করে। এতে মিলন ও দেবাশীষ গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মিলন মারা যান। আর দেবাশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত ইমদাদুল হক মিলন খুলনার আঞ্চলিক ও ওয়ান লাইন পত্রিকায় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, শলুয়া বাজারে দুইজন গুলিবিদ্ধ হয়। তাদের দুইজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

