ঢাকাTuesday , 6 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

খুলনা নিউমার্কেটে প্রকাশ্য অস্ত্র ঠেকিয়ে শ্যামা জুয়েলার্সে ডাকাতির চেষ্টা।

দেশ চ্যানেল
January 6, 2026 5:34 am
Link Copied!

 খুলনা ব্যুরো:

মার্কেট চলমান অবস্থায় জনসম্মুখে খুলনা নগরীর অন্যতম বিলাসবহুল নিউমার্কেটে অস্ত্র প্রদর্শন করে একদল ডাকাত ডাকাতি করার চেষ্টায় মার্কেটসহ এলাকার আশপাশ দিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে (৫ জানুয়ারি) খুলনা নিউমার্কেটের শ্যামা জুয়েলার্স নামে একটি দোকানে। ঘটনার বিবরণে জানা গেছে দোকানের ম্যানেজারকে অস্ত্র ঠেকিয়ে দোকান মালিকের সন্ধান চেয়ে দোকানের স্বর্ণ ও ডায়মন্ডের অলংকার ডাকাতি করার চেষ্টা কালে সাংকেতিক জরুরী হুইসেল বাজালে আশেপাশের দোকানের লোকজন উপস্থিত ক্রেতারা ছুটে আসলে ১০-১২ জনের ডাকাত দল কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ডায়মন্ড ওয়ার্ল্ড এর কর্মরত কর্মচারীগণ জানান, দুপুরের পর দোকানে অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে ব্যবসায়ীকে ধমক দিয়ে হুমকি দেয়। তার হাতে অস্ত্র থাকার কারণে ঘটনাস্থলে উপস্থিত মানুষজন দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে বিষয়টি নিয়ে কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির একজন কর্মকর্তা বলেন কোন কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটেছে এবং ডাকাত দল সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বিধায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি, কিন্তু আমাদের মার্কেটের আইন-শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে এতটাই বেশি তৎপর থাকে যার কারনে এর আগে এমন ঘটনা আগে ঘটেনি।

পাশাপাশি সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক ঘটনাস্থলে এসে বিষয়টি পর্যবেক্ষণ করে জানান, তারা এখন ঘটনাস্থল পরিদর্শন করছেন। আহত বা সম্পদের ক্ষতির কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশের তৎপরতায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

তবে এ বিষয়ে তদন্ত চালানো হচ্ছে এবং দোকান ও মার্কেটের সিসি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST