বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
এলাকায় চোর আটকের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দূর্বৃত্তদের হাতে জখম হয়েছে সাংবাদিক নিত্যানন্দ মহালদার।
ঘটনাটি ঘটেছে গত ১৮ ফেব্রুয়ারি রবিবার রাত ৯ টারদিকে বটিয়াঘাটা থানাধীন ডেউয়াতলা গ্রামের মনোজিতের বাড়িতে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্যসূত্র থেকে জানা গেছে গতকাল রবিবার রাত নয়টার দিকে বটিয়াঘাটার ডেউয়াতলা গ্রামের মনোজিতের বাড়িতে চুরি হওয়ার ঘটনায় চোরকে আটক করে মনোজিতের বাড়ির লোকজন সহ আশেপাশের বেশ কিছু মানুষেরা এসে চোরকে উপর্যুপরি মারধর করতে থাকলে ঘটনার খবর পেয়ে দেশ চ্যানেলের বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি নিত্যানন্দ মহালদার ঘটনা স্থলে তার পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পায় মনোজিতের বাড়িতে একজন চোর আটক করে বেশ কিছু মানুষেরা আটককৃত চোর কে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করছে যার বেহাল অবস্থা দেখে সাংবাদিক নিত্যানন্দ মহালদার বলছে এভাবে মারপিট না করে আপনারা পুলিশের সোপর্দ করুন তা না হলে ও মারা যাবে আর তাতে করে উপরন্ত আপনারা আইনি ঝামেলায় পড়বেন।
একথা বলার পর স্থানীয় ডেউয়াতলা গ্রামের ইকবাল শেখের ছেলে মোয়াইমিন শেখ (৩০) ও একই গ্রামে রউফ শেখের ছেলে মহিন শেখ (২৫) সহ অজ্ঞাত চার-পাঁচজনে সাংবাদিক নিত্যানন্দ মহালদারের দিকে তেড়ে এসে বলে তুই বেশি কথা বললে চোরের সহযোগী সাব্যস্ত করে তোকেও মারপিট করা হবে একথা বলতে বলতেই তারা সঙ্ঘবদ্ধভাবে নিত্যানন্দ মহালদার কে বেধড়ক মারপিট করে জখম করে।
তাতে তার শরীরের বিভিন্ন স্থানে লাঠি শুটা দিয়ে পিটিয়ে ও চড়ঘুসি লাথি মেরে শারীরিকভাবে যখন করে ফলে সে ঘটনার জেরে বেশি অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে বটিয়াঘাটা থানায় অভিযোগ করতে যেতে পারেনি বিধায় আজ সকালে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেছে সাংবাদিক নিত্যানন্দ।
অভিযোগ সূত্রে আরও জানা যায় দুর্বৃত্তরা তাৎক্ষণিক তাকে মেরেই ক্ষান্ত হয়নি উপরন্ত তাকে জীবননাশের হুমকি দিয়ে বলেছে এরপরে বাড়াবাড়ি করলে তোর হাত পা ভাঙ্গা হবে এমনকি এলাকায় সাংবাদিকতার পরিবর্তে মানসম্মান খুইয়ে চোর সাব্যস্ত করা হবে।
তবে এ ঘটনার প্রতিবাদ করেছে দেশ চ্যানেলের প্রকাশক ও সম্পাদক মোঃ তুহিন হোসেন সহ খুলনা বিভাগীয় ব্যুরো চীফ বিপ্লব সাহা ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকগন ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে সাংবাদিক এর ওপর নির্যাতনকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সর্বস্তরের সাংবাদিকগন।