বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
খুলনা বিভাগের ৩৬ টি আসনের মধ্য উল্লেখযোগ্য ৭ সংসদ সদস্য আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন না বলে তথ্যটি নিশ্চিত করেছেন তানারা।
যদিও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়ে বলেছিলেন দলে থাকা অবস্থায় যে কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলেও তাকে দল থেকে বহিষ্কার করা হবে না।
তা সত্ত্বেও সে সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করিনি।
বরং বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুগত্য হয়ে দেশ ও জাতির কথা বিবেচনা করে বর্তমান মনোনীত প্রার্থীদের পাশে থেকে নৌকা প্রতীককে বিজয় অর্জন করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাওয়ার আশ্বাস ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তানারা।
বঞ্চিত সাত ব্যক্তির মধ্য জানারা রয়েছেন তানরা হলেন খুলনা -১ (বটিয়াঘাটা – দাকোপ) আসনের চারবারের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। খুলনা- ৩ (দৌলতপুর খালিশপুর খান জাহান আলী) আসনে তিনবারের সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। খুলনা -৬ (পাইকগাছা – কয়রা) আসনে এবার মনোনয়ন পাননি বর্তমান সংসদ সদস্য শেখ আখতারুজ্জামান বাবুল। বাগেরহাট -৪( মড়েলগঞ্জ- শরণখোলা) আসনের আমিরুল আলম মিলন। সাতক্ষীরা -৪ (শ্যামনগর – কালীগঞ্জ) থেকে এস এম জগলুল হায়দার। মাগুরা -১( সদর) সাইফুজ্জামান শিখর । যশোর -২(ঝিকরগাছা – পাইকগাছা) আসনে মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
সকলেই প্রাসঙ্গিক উক্তি হিসেবে একই কথা ব্যক্ত করে বলেছেন
দলের কেন্দ্রীয় সর্বোচ্চ পর্যায়ের বিজ্ঞ ব্যক্তিগণ যে চিন্তা ধারা করে যাকে মনোনীত মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন সে ক্ষেত্রে বিরোধিতা করার কোন সুযোগ আছে বলে আমরা মনে করি না। দেশ জনগণ ও দলকে ভালবাসতে হলে দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে জ্যেষ্ঠ নেতাদের আদেশ মেনে নিয়ে চলতে হবে এটাই দলের গঠনতন্ত্রের মূল লক্ষ্য যা প্রতিটি সদস্যর মেনে চলা উচিত।
তবে প্রতিবার নমিনেশন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এমন যদি চিন্তাধারা করা হয় তাহলে দল ও বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে দলকে মনে প্রাণে ভালোবাসা হলো না।
তাদের মধ্যে অনেকেই বলছেন নতুনদের দেশের আপামর জনতাদের সেবা করার জন্য গুরু দায়িত্বভার অর্পণ করাটাই দলের বিজ্ঞ নেতাদের দায়িত্ব।
এটা আমি মনে করি তাই তাদের পাশে থেকে তাদের উৎসাহ দিয়ে এবং সার্বিক সহযোগিতা করে বিজয় অর্জন এনে দলের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দেশের স্বার্থে সবাইকে সাথে নিয়ে সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে বহির্বিশ্বের কাছে একটি গ্রহণযোগ্য মূলক নির্বাচন সম্পন্ন করা হচ্ছে আমাদের দায়িত্ব ।
পাশাপাশি বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন আমি খুলনার ৩ আসনের তিন তিনবার নির্বাচিত
এম পি ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে আমি চেষ্টা করেছি দলের জন্য সুনাম অর্জন ও আমার এলাকা তথা দেশের কর্মজীবী মেহনতী শ্রমিক ও সাধারণ জনগণের পাশে থেকে তাদের সেবা করার এবং সর্বস্ব উজার করে তা আমি করেছি।
পাশাপাশি দল আমাকে অনেক কিছু দিয়েছে দলের থেকে আমি অনেক সম্মান পেয়েছি অর্জন পেয়েছি যার দরুন আমি আজীবন বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে বেঁচে থেকে দেশ দল ও জনগণের সেবা করতে চাই।
এসময় তিনি আরো বলেন এস এম কামাল তারুণ্যের প্রতীক তরুণ সমাজের অহংকার খুলনার তরুণদের তিনি মধ্যমনি এবং দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেই হিসেবে তিনি এই আসন থেকে যোগ্যপ্রার্থী ও যোগ্য ব্যক্তি হিসেবে নির্বাচিত হওয়া মানেই দলকে আরো সংঘটিত করে এগিয়ে নিয়ে যাওয়া।
তাই আমি এই ৩ আসনের সকল ভোটারদের প্রতি উদ্যাত্ত আহ্বান জানাই এস এম কামালকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা গড়ার প্রত্যয় ধাপে ধাপে দেশকে উন্নয়ন করে বহির্বিশ্বের বুকে একটি রোল মডেল ও ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।