বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
শহর খুলনার প্রাণকেন্দ্র দোলখোলা শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানীর মন্দিরে ১৩ জানুয়ারি সোমবার ব্রহ্মমুহূর্তে প্রতিবছরের ন্যায় এবারও মাঙ্গলিক অধিবাসকীর্তনের মধ্য দিয়ে ৪০ প্রহর ব্যাপী ৬০ তম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য ৬ টি কীর্তনীয়া দল যা অখন্ডভাবে পরিবেশন করবে চল্লিশ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। শনিবার ভোরে রাসলীলা ও কুঞ্জ ভঙ্গের মধ্য দিয়ে সমাপ্তি হবে মহা নামযজ্ঞ । এবং ঐদিন শনিবার প্রাতে নগর সংকীর্তন এবং মধ্যাহ্নে মহাপ্রভুর উদ্দেশ্যে ভোগাদি নিবেদনে মহোৎসব অনুষ্ঠিত হবে। মধ্যাহ্নে মহাপ্রভুর নিবেদিত মহাপ্রসাদ ও মালশা ভোগ ভক্ত মন্ডলীর মাঝে বিতরণ করবে।তাছাড়া পাঁচ দিনব্যাপী ৪০ প্রহর নাম যজ্ঞ চলাকালীন সময়ে উপস্থিত ভক্তদের জন্য উন্মুক্ত খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছে এবং ২৫ টাকা প্রণামীর মাধ্যমে মালসা প্রসাধ বিক্রির ব্যবস্থা রেখেছে নাম যজ্ঞ পরিচালনা কমিটি। নাম যজ্ঞ অনুষ্ঠানের আর্থিক সহযোগিতায় খুলনার মহানগর সহ জেলার আশেপাশের এলাকার ভক্তদের দেওয়া চাঁদা ও বিশেষ বিশেষ ধন্যাঢ্য ব্যক্তিদের অনুদানে প্রতিবছর এই ৪০ প্রহর ব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত আসছে। বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে খুলনা মহানগরীর দোলখোলা শীতলা বাড়ির মহানাম কীর্তন শ্রবন করতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত মন্ডলী সমবেত হয়ে হরিনাম সুধা শ্রবণ করে আত্মশুদ্ধি ও তৃপ্তির মাধ্যমে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ’র শ্রীচরণ প্রাপ্তির কামনা করেন।পাশাপাশি পাঁচ দিনব্যাপী নাম যজ্ঞ চলাকালীন সময়ে মন্দির কমিটির ভলেন্টিয়ার ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রেখেছে খুলনা মহানগর পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক।