নিত্যানন্দ মহালদার বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (দাকোপ-বটিয়াঘাটা) খুলনা-১ আসনের বটিয়াঘাটা উপজেলার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বয়ার ভাঙ্গা বাজার পাগলের মন্দির সহ বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ এলাকায় সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপি প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ২৯ সে ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে নানা ধরনের সমস্যা চিহ্নিত করণ ও তার সমাধান করতে এবং আগামীতে পিছিয় পড়া দাকোপ-বটিয়াঘাটাকে স্বনির্ভর হিসেবে গড়ার স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এসময় তিনি একাধিক পথসভা করেন। এসময় গণসংযোগের পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ ও ভোটারদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে সোনালী আঁশ প্রতীকে ভোট চান। তিনি বলেন আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার ভোট আপনি দেবেন, নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নিয়েছেন। সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হবে,আমি নির্বাচিত হলে আধুনিক দাকোপ-বটিয়াঘাটা উপহার দেব, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবিন্দ্র নাথ দেবনাথ,তুষার গাইন,প্রজ্ঞা বিস্বাস,মিথিল রায়,মিলটন বিস্বাস, রাজীব হালদার,মনোতোষ বৈরাগী, মনোতোষ মধু,বিপ্লব হালদার, শপ্না মন্ডল, ফার্থ রায়,ডা,গোপাল,চন্দন প্রমুখ সহ সহস্রাধিক দলীয় অনুসারী সাথে ছিলেন ।