মোঃমাসুদ আলম,ব্যুরো চীফ রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে গভীর নলকূপের অপারেটরগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ আগষ্ট২০২৩) বেলা ১১ টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, গোদাগাড়ী এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা পরিষদ, মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী, বিএমজিএ রাজশাহী রিজিওন,রাজশাহী, মোঃ আব্দুল লতিফ সরকার, সহকারী প্রকৌশলী, BMDA গোদাগাড়ী জোন-১, মোঃ হাবিবুল হাসান, সহকারী প্রকৌশলী BMDA গোদাগাড়ী জোন- ২, মোঃ কামরুল ইসলাম, (ভারপ্রাপ্ত) কর্মকর্তা গোদাগাড়ী মডেল থানা, মোঃ মুমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, গোদাগাড়ী। প্রেসক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অপারেটরদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ হেলাল উদ্দিন, গোগ্রাম ইউনিয়ন, মোঃ আব্দুর রাজ্জাক, দেওপাড়া ইউনিয়ন। অপারেটরগণ বক্তব্যে তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন আমাদের বেতন ভাতা খুবই কম। এই বেতন ভাতা দিয়ে চলা সম্ভব নয়। বেতন-ভাতা বৃূদ্ধি করে জীবন যাত্রার মান বাড়াতে হবে।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                