গাইবান্ধা জেলা প্রতিনিধি:-
শুক্রবার সকাল ১০টার দিকে গাইবান্ধার সদর উপজেলার দারিয়াপুর তেতুলতলা এলাকায় পুরাতন গরুহাটির কাছ থেকে মলম পার্টির এক নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা।
স্থানী সুত্রে জানা যায়,অভিযুক্ত নারী এক অটোরিকশা চালককে যাত্রীবেশে থামান এবং কৌশলে বলেন, “একটু ফোনে কথা বলো,” এরপর চালকের কানে ফোনটি ধরিয়ে দেন। কিছু সময় পর চালক অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করে এবং শারীরিক দুর্বলতা অনুভব করে।
চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সহায়তা করেন এবং সন্দেহভাজন নারীকে আটক করেন।
পরে ঘটনাস্থলে গাইবান্ধা সদর থানার পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
গাইবান্ধা সদর থানার ওসি জানান, “অভিযুক্ত নারীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এমন চানচল্যকর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সকলকে অপরিচিত ব্যক্তির দেওয়া ফোন বা অন্য কোনো বস্তু গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ জানিয়েছেন।