গাইবান্ধা জেলা প্রতিনিধি:-
শুক্রবার দুপুরে গাইবান্ধার পৌর পার্ক সংলগ্ন চটি জুতার দোকানগুলোর সামন থেকে চোর চক্রের এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়,অভিযুক্ত যুবকটি ঈদের মার্কেট করতে আসা এক মহিলার ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে দেয়।মহিলাটি একটু সচেতন হওয়ায় তিনি বুঝতে পারেন তার ব্যাগ কেহ স্পর্শ করছে।সেই মুহুর্তে মহিলাটি বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানিয়ে দেয়।পরে উপস্থিত জনতা চোর চক্রের সদস্যকে ধরে ফেলে।
পরবর্তীতে স্থানীয়রা তাকে মারধার করতে শুরু করলে ঘটনাস্থলে গাইবান্ধা সদর থানার পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
ঈদকে কেন্দ্র করে টহলরত গাইবান্ধা সদর থানার পুলিশ সদস্য জানান, “অভিযুক্ত চোর সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা জিঙ্গাসাবাদ করা হবে।
এমন চানচল্যকর ঘটনায় পৌরপার্কে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।কেনাকাটা করতে আসা লোকেরা জানায় এমন অবস্থা চলতে থাকলে আমরা কিভাবে কেনাকাটা করতে আসবো।আমরা ঢাকা শহর থেকে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে বাড়ি নিয়ে আসি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু পকেট মারদের কারনে আমাদের টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হতে হয়।
তাই গাইবান্ধা জেলার ডিসি মহোদয়ের নিকট আহব্বান শুধু ঈদকে কেন্দ্র করেই নয় সব সময় যেন গাইবান্ধা জেলা থেকে চোর চক্রের সদস্যদের প্রতিহত করা যায় এ জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে।