গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে গতকাল শনিবার (১৫ ফেব্রূয়ারি) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ঘন্টা ব্যাপী জেলা শহরের পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবে অভিযান চালায় গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।
এ সময় জুয়া খেলার বিপুল পরিমাণ সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়। জুয়া খেলার দায়ে আটক করা হয় ৮ জনকে। পরে আটককৃতদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়। এছাড়া আরো উল্লেখ থাকে যে, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে ঘটে যাওয়া ঘটনা সবাই জানলো, তবে এটা শুধু ওই ক্লাবেই সীমাবদ্ধ নয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গাইবান্ধার আনসার ক্লাব, নবারুণ ক্লাবসহ অন্যান্য ক্লাবেও জুয়ার আসর বসে। তবে সেনাবাহিনী একসাথে সব ক্লাবে অভিযান পরিচালনা করলে অন্যরা সতর্ক হওয়ার সুযোগ পেতনা। এখন গাইবান্ধা বাসীর প্রশ্ন হলো, এসব কর্মকাণ্ড সত্যিই বন্ধ হবে কি ?
এ বিষয়ে প্রতিবাদ হওয়া জরুরি, যাতে করে শুধুমাত্র কিছু ক্লাব নয়, পুরো জেলায় জুয়া বন্ধ করা যায়।
এবিষয়ে গাইবান্ধা সদর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক নূরনবী সরকার জানান, সেনাবাহিনীর হাতে আটক ৮ জুয়ারি কে থানায় হস্তান্তর করা হয়েছে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হবে বলে তিনি অবহিত করেন।