ঢাকাSunday , 10 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দূর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 10, 2025 7:03 am
Link Copied!

মুন্না ইসলাম আগুন স্টাফ রিপোর্টার রাজশাহী:

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তাল দূর্গাপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজ। গত ৭তে আগস্ট বৃহস্প্রতিবার রাতে ঢাকার গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দূর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় দূর্গাপুর প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে দূর্গাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় ব্রিজের সামনে পৌঁছায়। কর্মসূচিতে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন,“তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। সাংবাদিকের উপরে ঘুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। সেই কারন সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। যাতে তুহিনের মত আর কোনো সাংবাদিক ভাইয়ের প্রাণ হারাতে না হয়।”

সাংবাদিক নেতারা দাবি জানান,তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

এ সময় দূর্গাপুরে কর্মরত বিভিন্ন পত্রিকা,অনলাইন নিউজ পোর্টাল,টেলিভিশন ও রেডিওর সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST