মুহাম্মাদ আনিসুর রহমান- স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় মাদক দ্রব্য আটক অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন পয়েণ্টে চেকপোস্ট বসিয়ে দায়ীত্ব পালনের সময় পৌরসভার কাঠেরপুল এলাকায় রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে সিরাজগঞ্জ কাজিপুর সড়কে চেকপোস্ট বসিয়ে দায়ীত্ব পালন কালে গত ২৯ শে মার্চ রাত ০২:০০ টার সময় রংপুর হতে আগত ঢাকাগামী ‘মা নাদিয়া’ নামক বাসে তল্লাসি চালিয়ে দুইশ’ বিশ বোতল ফেন্সিডিলসহ ফজলুল হক (৩৬) নামক এক মাদক কারবারীকে গ্রেফতার করেছেন জেলা পুলিশের গোয়েন্দ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জুলহাজ উদ্দিন বিপিএম (বার), পিপিএম এর দক্ষ নেতৃত্বে এক দল প্রশিক্ষণপ্রাপ্ত জোয়ান । ধৃত ফজলুল হকের পিতার নাম মোঃ আব্বাস আলী ও মায়ের নাম মোছাঃ ফাতেমা বেগম । তার বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার অন্তর্গত চর বারুইটারী গ্রামে । খোজঁ নিয়ে জানা যায় , উক্ত সফল অভিযানের পরিকল্পনা, তথ্য ও সার্বিক দিক নির্দেশনায় ছিলেন সিরাজগঞ্জে আগত অন্যতম সেরা ও যোগ্য সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এস পি) জনাব আরিফুর রহমান মণ্ডল । উক্ত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদারতে প্রেরণ করা হবে ।