নিয়ামুল ইসলাম ধুনট, বগুড়াঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের নির্দেশে বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে ঈদ সামগ্রিক বিতরণ করেছে। ৩০ মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র দল নেতা আল-আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম (টগর) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন।
আরো উপস্থিত ছিলেন ছাত্র দলনেতা ইমরান, ইউসুফ, রাজু, নাহিদ, রাশেদ, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, কাওসার কাজী, শান্ত আকন্দ, সাহেব আলী, বাবুল ইসলাম, আশিক সহ প্রমুখ।