সাব্বির আকাশঃ হবিগঞ্জ প্রতিনিধি
বিমান প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী বলেন,সরকারের পরিকল্পনা মাপিক উন্নয়নের ফলে গ্রাম এখন ধীরে ধীরে শহরের রূপ পেতে যাচ্ছে। গ্রামের মধ্যে বসবাস করে মানুষ এখন ইন্টারনেট, বিদ্যুৎ ও যোগাযোগ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সব ধরনের নাগরিক সুবিধা পাচ্ছে। বিনিযোগকারীরা এখন গ্রামে শিল্প কারখানা স্থাপন করছে। মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নে পাকা রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি বলেন বিএনপি জামাত অবরোধ হরতাল দিয়ে দেশের ধ্বংস ছাড়া কিছু করতে পারবেনা। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ,অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য ৪২ লাখ টাকা ব্যয়ে আন্দিউড়া মহাসড়ক থেকে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইউনিক ব্রিক দিয়ে টেকসই পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।