মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাৎ হোসেনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো পৌরসভাজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও আলোচনা। ভাইরাল হওয়া ছবিতে তাকে রেস্টুরেন্টে বসে টাকা গুনতে দেখা গেলেও—ছবিগুলোর ঘুষ লেনদেনের প্রমাণ দাবি করছে নেটিজেনদের একটি অংশ।
এদিকে পৌরসভার একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান অভিযোগ করেছে—শাহাদাৎ হোসেনের ঘুষ ছাড়া কোনো ফাইল নড়াচড়া হয় না। নিয়মমাফিক কাজেও বারবার অযথা জটিলতা তৈরি করে হয়রানি করা হয় বলেও জানান তারা।
অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে প্রকৌশলী শাহাদাৎ দাবি করেন, “ছবিগুলো বিভ্রান্তিকর, এগুলো এআই–জেনারেটেড হতে পারে। ব্যক্তিগত লেনদেনের মুহূর্তকেও বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।”
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানান, বিষয়টি প্রাথমিক যাচাইয়ের আওতায় আনা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
ভাইরাল ছবিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও চলছে জোর আলোচনা। এখন সবার দৃষ্টি তদন্ত প্রতিবেদনের পরবর্তী সিদ্ধান্তে।

