মোঃ আরফাতুল ইসলাম
কক্সবাজার জেলা,প্রতিনিধ।
কক্সবাজারের চকরিয়ায় মনোয়ারা বেগম (৫১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আজিম উদ্দিন পাড়ার নিজ বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মনোয়ারা বেগম ওই এলাকার শাহাব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় লোকজন জানায়, রাতে ঘরের দরজা খোলা দেখে স্থানীয় লোকজন উকি দিয়ে দেখতে পায় ঘরে কোন সাড়া শব্দ নেই। একপর্যায়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
জানা যায়, গত ৫ বছর আগে ওই নারীর ছেলে সেলিম উদ্দিন বাড়িসহ ওই জমিটি ক্রয় করেন। বাড়িতে মনোয়ারা বেগম ও তার স্বামী শাহাব উদ্দিন বসবাস করতেন। গত আড়াই মাস আগে স্বামী শাহাবউদ্দিন মারা যায়। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে থাকতেন। শাহাব উদ্দিনের পূর্ব বাড়ি ছিল উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায়। মনোয়ারা বেগম শাহাব উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, কারা কি কারনে এ হত্যার ঘটনা ঘটিয়েছে ময়নাটা তদন্তের জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।ঘটনার রহস্য বের হয়ে আসবে।