মোঃ আরফাতুল (সানি) কক্সবাজার জেলা প্রতিনিধি:
চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ড বায়তুশ শরাফ রোড মিয়াজি পাড়া এলাকায় মঙ্গলবার (২২ এপ্রিল)বিকাল ৫টায় এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এসময় এলাকাবাসী জানায় অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়, এতে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মিয়াজি পাড়ার বাসিন্দা জামাল উদ্দিন, হেফাজ উদ্দিন ভুট্টো ও বেলাল উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের পর ২২ এপ্রিল সন্ধ্যা ৭টায় পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন জামায়াত নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মোহাম্মদ আরিফুল কবির, সেক্রেটারী আলহাজ্ব মাওলানা কুতুবউদ্দিন হেলালি, ৮নং ওয়ার্ড জামায়াতের আমীর সৈয়দ আলম, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী মাহমুদুল হক প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা করা হয়। পরবর্তীতে পরিবারের আরো সহযোগিতায় এগিয়ে আশার আশ্বাস দেন।